ষোড়শ লোকসভায় ৫ বছরে সংসদে একটাও প্রশ্ন করেননি রাহুল

Sat, 16 Feb 2019-10:25 pm,

লোকসভায় মুখ খুললে ভূমিকম্প। অথবা নরেন্দ্র মোদী তাঁর সামনে বিতর্কে টিকতে পারবেন না। বিভিন্ন জনসভায় একাধিকবার একথা শোনা গিয়েছে রাহুল গান্ধী। ১৬তম লোকসভার সংসদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, একটাও প্রশ্ন করেননি রাহুল গান্ধী।  

১৬তম লোকসভার কাজকর্ম নিয়ে রিপোর্ট কার্ড তৈরি করেছে পার্লামেন্টারি বিজনেস ডট কম। সেই রিপোর্ট অনুযায়ী, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, লালকৃষ্ণ আডবাণী ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া একটাও প্রশ্ন করেননি। তালিকায় রয়েছেন ৩১জন সাংসদ।  

সাংসদ তহবিলের অর্থ খরচেও পিছনে রয়েছেন রাহুল গান্ধী। ৬০.৫৬ শতাংশ খরচ করেছেন কংগ্রেস সভাপতি। নরেন্দ্র মোদী খরচ করেছেন ৬২.৯৬ শতাংশ। 

সাংসদদের উপস্থিতির হারে পঞ্চম স্থানে শাসক দল বিজেপি। অথচ ৪৪ জন সাংসদ হলেও উপস্থিতির হারে কংগ্রেস ২১তম স্থানে। 

১০০ শতাংশ উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ভৈরো প্রসাদ মিশ্রা ও বিজু জনতা দলের সাংসদ কুলমণি। সাংসদ তহবিল খরচে এগিয়ে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি ও উত্তরাখণ্ডের সাংসদরা।   

রিপোর্ট অনুযায়ী, ১৬ তম লোকসভায় পাঁচবছরে সংসদে ১.৪২ লক্ষের বেশি প্রশ্ন করা হয়েছে। কৃষক হত্যা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন মোট ১৭১জন সাংসদ। 

পাঁচবছরে ৬৫ হাজারের বেশি স্থগিত হয়েছে সংসদের কাজকর্ম। সে কারণে নষ্ট হয়েছে ৫০০ ঘণ্টা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link