জার্মানি থেকে নিজের এই ছবিগুলি পোস্ট করে বিদ্রুপের মুখে রাহুল গান্ধী
৪দিনের জন্য জার্মানি সফরে গিয়েছে রাহুল গান্ধী। ইউরোপের ব্যবসায়ী, শিক্ষামহলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।
জার্মানিতে তোলা রাহুলের কয়েকটি ছবি ট্রোলড হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আর্কাইভ বক্সকে একটি ইটের পাঁচিলের মতো আকার দেওয়া হয়েছে। যা সে দেশের সংসদীয় কাঠামোর তিল তিল করে গড়ে ওঠার অর্থ বহন করছে।
জার্মানিতে রাহুলের 'নানা' মুখের ছবি।
এমন চারটি ছবি টুইট করেছে কংগ্রেস।
এই ছবিগুলি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন সনিয়া তনয়।
নানারকম মেমে ও খোঁচায় রাহুলকে বিদ্ধ করেছেন নেটিজেনরা।
রাহুলের ছবি রিটুইট করে ট্রোল করেছে বিজেপিও। তাদের কটাক্ষ, 'দলের সভাপতিকে ট্রোল করছে কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডেলই'।