কোন এলাকায় গোষ্ঠী সংক্রমণ, কেন প্রকাশ করছে না রাজ্য? শুক্রবারও হতে পারত লকডাউন, কেন হল না?: রাহুল
করোনা পরিস্থিতি মোকাবিলা নয়, আসলে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত হয়েই লকডাউন ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপিনেতা রাহুল সিনহা।
একুশের নির্বাচনের স্ট্র্যাটেজি নির্ধারণ করতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন রাহুল সিনহা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতির স্বার্থেই লকডাউন ঘোষণা করছেন। নাহলে বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তিনি কেন প্রকাশ করলেন না কোন কোন এলাকায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে!”
রাহুল সিনহার বক্তব্য, “যখন বাংলায় প্রথম লকডাউন ঘোষিত হল, তখন নির্দিষ্টভাবে বেশ কয়েকটি এলাকাতে তা মানা হচ্ছিল না, আমরা সবাই জানি, মুখ্যমন্ত্রীও জানতেন। তবুও তিনি কেন তা কড়া হাতে দমন করেননি? ”
আরও বিস্ফোরক কথা। তিনি বলেন, “এইবারও মুখ্যমন্ত্রী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কথা মাথায় রেখেই লকডাউন ঘোষণা করেছেন। তা না হলে কেবল বৃহস্পতি ও শনিবারই কেন সম্পূর্ণ লকডাউন ঘোষিত হল? শুক্রবার কেন হল না?”
কেন বাংলার পরিস্থিতি আজ এতটা খারাপ হল, প্রকাশ্যেই সাংবাদিকদের সামনে বাংলার মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রাখলেন রাহুল সিনহা।