রেল, রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক- ১ নভেম্বর থেকে বদলাচ্ছে মধ্যবিত্তের জীবনযাত্রা, টান পকেটেও

Sat, 31 Oct 2020-4:33 pm,

বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম- প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ এদিন দাম বাড়তেও পারে বা কমতে পারে ৷ 

ইন্ডেন গ্যাসের বুকিং নম্বর বদল - ইন্ডেন গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুকিং করতে পারবেন না ৷ রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এবার ইন্ডেন গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে হবে ৷

চন্ডীগড় থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে তেজস এক্সপ্রেস- ১ নভেম্বর থেকে প্রত্যেক বুধবার ছাড়া চন্ডীগড় থেকে নয়াদিল্লির মধ্যে চলবে তেজস এক্সপ্রেস ৷ 

বদলাচ্ছে ট্রেনের টাইম টেবল- ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের টাইম বদলাতে চলেছে ৷ এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷

 

BoB গ্রাহকদের চার্জ- ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ BoB এই নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ ৷ 

গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের জন্য OTP- ১ নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের পর  গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার দিতে এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link