করোনা আবহেই ফুলবাগান মেট্রোর চূড়ান্ত পর্যায়ের পর্যবেক্ষণ সারলেন সেফটি কমিশনার
কাজ প্রায় শেষ, এবার ছাড়পত্র মিললে এবং পরিস্থিতি আয়ত্বে এলেই শুরু হবে পরিষেবা।
ফুলবাগান মেট্রো স্টেশন চালুর আগে আজ চূড়ান্ত পর্যবেক্ষণ সারলেন রেলের সেফটি কমিশনার।
সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান স্টেশন যাত্রাপথ তৈরি হয়ে গিয়েছে। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই পর্যবেক্ষণ।
সেফটি কমিশনার-এর ছাড়পত্রের পরেই এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। করোনা সংক্রমণের কারণে এদিনের পর্যবেক্ষণের সময় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
যেমন ট্রলির বদলে লাইন ধরে পায়ে হেঁটে পর্যবেক্ষণ হয়। প্রত্যেককেই মাস্ক ও ফেস শিল্ড দেওয়া হয়।
ফুলবাগান থেকে ট্রেন চলাচল শুরু হলে শিয়ালদহ থেকে যে কোনো কিছু করে ফুলবাগান তারপর সেখান থেকে সহজেই মেট্রো করে সল্টলেক ঢোকা যাবে।