৬ থেকে বেড়ে হল ৯! যাত্রীদের সুখবর শোনাল রেল মন্ত্রক
নিজস্ব প্রতিবেদন : রেলযাত্রীদের জন্য সুখবর। সংরক্ষিত টিকিট বাতিলের সময়সীমা ফের বাড়াল ভারতীয় রেল।
নির্ধারিত যাত্রা তারিখ থেকে ৬ মাসের সময়সীমা বাড়িয়ে ৯ মাস করা হল। ভারতীয় রেলমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২০-র ২১ মার্চ থেকে ২০২০-র ৩১ জুলাই পর্যন্ত যে সমস্ত টিকিট কাটা হয়েছিল, তার ক্ষেত্রে টিকিট বাতিল ও ভাড়া ফেরত পাওয়ার এই নয়া সময়সীমা লাগু হবে।
তবে কোনও স্পেশাল ট্রেনের ক্ষেত্রে নয়, রেগুলার ট্রেন যেগুলি রেলের তরফে বাতিল করা হয়েছিল, তার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, করোনার জেরে গত মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্র। যার জেরে দেশজুড়ে গড়ায়নি রেলের চাকা।
সেইসময় প্রাথমিকভাবে ট্রেনের টিকিট বাতিলের সময়সীমা ৩ দিন থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়। তারপর পরবর্তীতে তা বাড়িয়ে ৬ মাস করা হয়েছিল।