বেসরকারিকরণের পথে রেল? কেন্দ্রের বিরোধিতা করে বিক্ষোভ কর্মীদের
রেলে বিভিন্ন বিষয় বেসরকারিকরণ হচ্ছে । ৫০ শতাংশ কমী ছাঁটাই করতে বলেছে। তবে কি ১৯৭৪ সালের মত রেল ধর্মঘট শুরু হবে? যা সেই সময় দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল।
সারাদেশে দেশের মত শুক্রবার কলকাতায় বিভিন্ন রেল দফতরের সামনে বিক্ষোভ হচ্ছে। অল্প কর্মী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ।
সেখানেই সর্বভারতীয় ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। এই ধর্মঘটে সব ইউনিয়ন সামিল হয়েছে। বিএমএস থাকছে এই আন্দোলন।
তাদের বক্তব্য , লকডাউনের নাম করে কর্মীদের ঘরে রেখে কেন্দ্রীয় সরকার রেল বেসরকারিকরণের নির্দেশ দিয়েছে । তাই বিকল্প পথ ইউনিয়নের ভাবতে হচ্ছে।