রেলে বাম্পার নিয়োগ, কীভাবে আবেদন? যোগ্যতাই বা কী?

Fri, 28 Dec 2018-6:56 pm,

কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? বাম্পার নিয়োগ করতে চলেছে রেল। গতবছর ১ কোটি ২৫ লক্ষ নিয়োগ করেছিল রেল। এবার ১৪ হাজারের বেশি পদে নিয়োগ করা হচ্ছে।

দেশজুড়ে ২১টি রেলবোর্ডের মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। ১৩,০৩৪টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। 

তথ্যপ্রযুক্তির জুনিয়র ইঞ্জিনিয়ার ছাড়া ৪৯জনকে নিয়োগ করা হবে। ডিপো মেটারিয়াল সুপারইনন্টেডেট পদে ৪৫৬ জন আবেদন করতে পারবেন। 

২ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হবে আবেদনপ্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 

আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮। সর্বোচ্চ ৩৩ বছর। ২০১৯ সালে ১ জানুয়ারির ভিত্তিতে বছর গণনা করা হবে।   

অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। পোস্ট অফিস ও  এসবিআই চালানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি।  আবেদনের শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি।  

সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য ৪০০ টাকা। তপশিলী জাতি ও উপজাতির চাকরিপ্রার্থীদের টাকা লাগবে না।  

বলে রাখি, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তিন বছর বাদে নিয়োগ করতে চলেছে রেল। ২০০৫ সালে ২০০০ জনকে নিয়োগ করা হয়েছিল।     

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link