পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে ব্যাপক নিয়োগ, ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে বিজ্ঞপ্তি
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: লোকসভা ভোটের আগেই প্রকাশিত হতে চলেছে ভারতীয় রেলে নিয়োগ বিজ্ঞপ্তি। সে কথা অবশ্য আগেই ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। প্রায় আড়াই লক্ষ চাকরির পরিসংখ্যান দিয়েছিলেন তিনি।
প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদে শুরু হবে নিয়োগ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে শূন্যপদ রয়েছে ১৭ হাজার।
বেশিরভাগ পদই নন-টেকনিক্যাল। ফলে সাধারণদের কাছে আবেদনের সুযোগ থাকছে। লেভেল ওয়ান, প্যারা মেডিক্যাল, করণিক-সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
দক্ষিণ পূর্ব রেলে শূন্য পদ প্রায় সাড়ে ১১ হাজার। পূর্ব রেলে শূন্য পদের সংখ্যা সাড়ে ৫ হাজার। ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বিজ্ঞপ্তি।