যাত্রীদের মানসিকতায় নাকাল রেল, তেজস ও শতাব্দী থেকে সরতে চলেছে এলসিডি স্ক্রিন

Thu, 15 Mar 2018-3:04 pm,

যাত্রীদের একাংশের মানসিকতায় বদল হল না, আর তার খেসারত দিতে হল অন্যান্য যাত্রীদের।

তেজস ও শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন থেকে এবার এলসিডি স্ক্রিন সরিয়ে নিতে চলেছে ভারতীয় রেল। বর্তমানে আসনের সামনে ওই স্ক্রিনে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ পান যাত্রীরা।

২০১৭ সালের ২৪ মে যাত্রা শুরু করে তেজস এক্সপ্রেস।

স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ব্যবস্থা, সিসিটিভি ও এলসিডি স্ক্রিন নিয়ে যাত্রা শুরু করে অত্যাধুনিক এই প্রিমিয়াম ট্রেন।

তেজসের প্রথম যাত্রার পরই ট্রেনের বেহাল দশা চোখে পড়ে।

দেখা যায়, অধিকাংশ এলসিডি স্ক্রিন ভেঙে গেছে এবং বেশ কয়েকটি তো খুলেই নেওয়া হয়েছে! একই অবস্থা শতাব্দীরও।

 

ফলে, ভারতীয় রেলের যাত্রীদের নতুন অভিজ্ঞতা দিতে গিয়ে রীতিমত শিক্ষা হয়েছে রেলের।

এলসিডি স্ক্রিন সরানোর ভাবনাচিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তেজস ও শতাব্দীতে সম্ভবত আর এলসিডি স্ক্রিন রাখা হবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link