মাঝেরহাট সেতু ভাঙতে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল
মাঝেরহাট সেতুর বাকি অংশ ভাঙার কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে। তবে রেললাইনের উপরের অংশটি ভাঙা বাকি। সেই কাজটিই এবার শুরু হতে চলেছে। সেজন্য প্রায় একটা দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল।
১৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ ও বজবজ লাইনে।
২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে বন্ধ থাকবে রেল পরিষেবা।
পরেরদিন অর্থাত্ ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেল লাইনের উপরে মাঝেরহাট ব্রিজ ভাঙার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাজের দিন না থাকায় তেমন সমস্যা হবে না বলে মনে করছে রেল।
গত ৪ সেপ্টেম্বর আচমকা ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একাংশ। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। মৃত্যু হয়েছে ৩ জনের।