কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ, চলতে পারে গোটা সপ্তাহ
গ্রীষ্মের দহন শুরু হতেই ফের একবার কালবৈশাখির পূর্বাভাস জারি করল আবহাওয়া সংস্থা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে একাধিক কালবৈশাখি বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর তৈরি হতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়। যার ফলে আজ, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে।
যার ফলে ঘণ্টায় ৬০ - ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
চলতি বছর মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আঘাত হেনেছে একের পর এক কালবৈশাখি। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে প্রাণহানিও হয়েছে। অকালবর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষে।
পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার দুপুরে ঝাড়খণ্ডে ছোটনাগপুরের মালভূমির ওপর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে সন্ধের আগেই পশ্চিমের জেলাগুলিতে ও সন্ধের পর গাঙ্গেয় উপত্যকায় কালবৈশাখির সম্ভাবনা তৈরি হয়েছে।