রবিবার গরম অনুভূত হবে না তেমন, কোন জেলায় ভারি বৃষ্টি? জেনে নিন পূর্বাভাস
অয়ন ঘোষাল: সক্রিয় মৌসুমী বায়ু। নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। শক্তিশালী দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারি বৃষ্টির সর্তকতা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ভারি বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবারে অতি ভারি বৃষ্টি আলিপুরদুয়ার ও কোচবিহারে । মাঝারি থেকে ভারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। সোমবার থেকে অবস্থার উন্নতি উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার দু-এক পশলা ভারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। রবিবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।