আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রপাত! সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । মাটির কাছাকাছি তৈরি হওয়া মেঘ থেকে বজ্রপাতের সতর্কতা। ছয় জেলায় বজ্রপাতের সর্তকতা দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের বেলা একটার বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মালদা জেলায় কিছুক্ষণের মধ্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। সঙ্গে বৃষ্টি।
এছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মালদায় বজ্রবিদ্যু্ত সহ বৃষ্টি হতে চলেছে
উত্তরবঙ্গে ভারি বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়া দফতরের খবর