কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি-ভোগান্তি? জানিয়ে দিল আবহাওয়া দফতর
টানা 8 দিন সূর্যের দেখা মিলল না দক্ষিণ বঙ্গে। আবহাওয়া দফতর বলছে, ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৬ ঘণ্টা ৪৮ মিনিট উজ্জ্বল সূর্যের দেখা মিলেছিল।
মৌসমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে।
পূর্ব উত্তরপ্রদেশের ওপর মঙ্গলবারের নিম্নচাপ এখনও বিরাজ করছে।
মৌসুমী অক্ষরেখা এই নিম্নচাপের কেন্দ্র থেকে পাটনা শ্রীনিকেতন মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্ত, যেটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর বিরাজ করছে। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টি হবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
৩ তারিখ অর্থাত্ শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
বুধবার দিনভর বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। অফিস টাইমে যানজটের শিকার হতে হয় প্রত্যেককে।