রেইনকোট পরে ঠাকুর দেখতে হতে পারে বাঙালিকে, পুজোয় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: ভরা শ্রাবণে দেখা মেলেনি বৃষ্টির। কিন্তু বাঙালির উতসবের আগে উদয় হয়েছে সে। টানা বৃষ্টিতে অশনিসংকেত দেখছেন রাজ্যবাসী। তাহলে কি পুজোতেও পরতে হবে রেইনকোট? আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনই। মাতৃ আরাধনা মাটি করতে পারে বৃষ্টিসুর।
ছত্তিসগঢ়ের উপরে বর্তমানে রয়েছে একটি নিম্নচাপ। তার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয়বাষ্প।
বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর অর্থাত্ মহালয়ার দিন ও আগে বৃষ্টি হবে। ২৮ সেপ্টেম্বর অতিবৃষ্টির সম্ভাবনা।
২৯ সেপ্টেম্বর নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। তার জের ২৯ ও ৩০ সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপাসাগরে আরও একটা নিম্নচাপ তৈরি হতে পারে।
১ সেপ্টেম্বর পশ্চিম রাজস্থান থেকে মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রত্যাবর্তনের কথা থাকলেও তা হয়নি। ফলে ভারতজুড়েই সক্রিয় মৌসুমী বায়ু। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন শুরু করবে।
সক্রিয় মৌসুমী বায়ু ও একাধিক নিম্নচাপের ত্রহ্যস্পর্শে ৪ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাত্ পুজোর দিনগুলিতে বৃষ্টি মাথায় ঠাকুর দেখতে বের হতে হবে বাঙালিকে।