আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি, প্রবল ঝড়বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই
শুক্রবারের পর শনিবারও আঘাত হানল কালবৈশাখি। উত্তরবঙ্গের ৩ জেলা মালদা ও দুই দিনাজপুরে আছড়ে পড়েছে কালবৈশাখি। যার ফলে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও কালবৈশাখির প্রভাবে বৃষ্টি হবে।
এমনকি, রাত ৮টা নাগাদ কলকাতাতেও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়ায়।
কিছুক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও।
তবে, উত্তরের তিন জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
কালবৈশাখির ফলে কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টি হবে।