অসহ্য গরম থেকে স্বস্তি দিয়ে বৃষ্টি কবে কোথায়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা কেমন অসহ্য প্যাঁচপেঁচে হাঁসফাঁস করা গরম সঙ্গে চড়া রোদ। লু পরিস্থিতি বলা যায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দুদিন মূলত এমনটাই চলবে। এমনকি তাপপ্রবাহও চলবে কোথাও কোথাও।
পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহ চলবে আগামী দুদিন। আগামী দু'দিন দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমই থাকবে। তবে তারপর থেকে ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
একমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদীয়া এইসব জায়গায় আগামী দু'দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
সাথে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতার তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।
ওদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি সম্ভাবনা।