অবশেষে এল বৃষ্টির খবর, জেনে নিন কবে জুড়াবে দক্ষিণবঙ্গ
মঙ্গলবারের আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ জারি থাকবে বর্ধমান, বীরভূমেও।
শনিবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আপাতত উপকূলের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে।
তবে রবিবার ভোটগ্রহণের দিন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়খণ্ডে কালবৈশাখির জেরে কমতে পারে তামপাত্রা।
সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।
একাধিক বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাসেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস জারি হয়নি। বেশ কয়েকটি ক্ষেত্রে অন্তত আরও ১ সপ্তাহ ধরে দাবদাহ চলবে বলে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও এদিন কালবৈশাখী হানা দিয়েছে ওড়িশায়। ওড়িশায় বেশ কিছু এলাকায় কালবৈশাখির জেরে এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।