প্রচন্ড গরম থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে হানা দিল কালবৈশাখী, দেখে নিন কোথায় কোথায় হতে পারে
বলার অপেক্ষা রাখে না এমন অবস্থার মধ্যে বৃষ্টি সাময়িক স্বস্থি দেবে।
ভরা বৈশাখে পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপামাত্রা ৪০ ছুঁই ছুঁই। তারইমধ্যে চলছে চতুর্থ দফারর ভোটগ্রহণের শেষবেলার প্রচার।
বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ জেলার একাংশে। কিছুক্ষণর মধ্যেই কালবৈশাখী হানা দিতে চলেছে পশ্চিম ও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।
ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ও হুগলি জেলাতে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
বৈশাখের প্রচন্ড দহন থেকে স্বস্থি দিয়ে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হানা দিতে চলেছে কালবৈশাখী।