কলকাতা, হাওড়া-সহ একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ঘুর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে একটি বৃষ্টিবলয় যার জেরে মঙ্গলবারও সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী বয়ে গিয়েছে।
আজ ঝড়-বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিবাদের একাংশে।
ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলার একাংশে।
পূর্ভাবাস অনুসারে আগামী কয়েক ঘণ্টায় কালবৈশাখী বয়ে যেতে পারে পূর্ব বর্ধমান, বাঁকুড়া হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা জেলার একাংশের ওপর দিয়ে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়াতেও।