দূরে সরছে নিম্নচাপ, আগামী দু`দিনে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি
পশ্চিমবঙ্গের ওপর থেকে সরল নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কমবে।
আগামী ৭২ ঘণ্টায় ঝাড়খন্ড, বিহার, পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করবে নিম্নচাপ তার ফলে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফল স্বরূপ, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। অন্যদিকে ভারী বর্ষণের জেরে বিহারের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ৭২-৯৬ অর্থাৎ ১০ তারিখ নাগাদ র পরে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে চলবে টানা চারদিন এই সময়ে উত্তরভারত এবং উত্তর বঙ্গ প্রবল বর্ষণের সম্ভাবনা নিম্নচাপের জেরে।
আগামী সপ্তাহে রবিবার নাগাদ দিল্লি ও লাগোয়া এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।