মঙ্গলবারও চলবে বৃষ্টি, ৫ জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি
সন্দীপ প্রামাণিক : রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,মঙ্গলবার পর্যন্ত এমনই চলবে।
পূর্বাভাস বলছে, আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়জল-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ঝড়জল-বৃষ্টি সবচেয়ে বেশি হবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায়।
বাদ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য সব জেলাতেই ঝড়জল-বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ তারিখ থেকে এই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে।
২৩ তারিখ মানে বৃহস্পতিবার থেকে আর এই ঝড়বৃষ্টি থাকবে না। এরফলে আগামী দু'দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
২ দিন পর থেকে যখন ঝড়-বৃষ্টি কমে যাবে তখন দিনের বেলার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে।