বিকেলের পর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
দিনভর টানা বৃষ্টিতে নাকাল শহরবাসী। এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আজ রাতে বৃষ্টি আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কালকের মতোই বিকেলের পর শুরু হবে বৃষ্টি। চলবে সারারাত।
ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ফলে ভারী বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা।
নিম্নচাপ ও সঙ্গে মৌসুমি অক্ষরেখা। তার জেরেই বৃষ্টি। এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে খুলনার ওপর। বিকেলে উত্তর ২৪ পরগনা দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে।