বাংলায় বর্ষা ঢুকছে কবে? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

Tue, 16 May 2023-6:12 pm,
Rainy Season in Bengal

অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: বাংলায় কবে ঢুকছে বর্ষা? এখনই নিশ্চিত করে কিছু জানাল না আলিপুর আবহাওয়া দফতর। 

Rainy Season in Bengal

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ জুন কেরলে ঢুকছে বর্ষা। তারপর বলা যাবে বাংলায় কবে বর্ষার আগমন ঘটবে। 

Rainy Season in Bengal

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন তাপমাত্রার তেমন কোনও বড়সড় পরিবর্তন ঘটবে না। বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেক্ষা বিস্ততৃ আছে। 

 

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও সব জায়গায় আগামিকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টি হবে আজও। ঝোড়ো হাওয়া বইবে। ২০ তারিখ পর্যন্ত এরকমই চলবে। 

ঝড়বৃষ্টির মধ্যে হতাহত এড়াতে বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে থাকতে বলা হয়েছে সতর্কবার্তায়। বিদ্যুত্ চমকানোর সময়ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link