`রাজশ্রী`র রিসেপশন কেমন হল? আসুন দেখে নিই...
রবিবার সকালে বৌভাতের অনুষ্ঠানে রাজ-শুভশ্রী।
রবিবার রাতে রাজ-শুভশ্রীর রিসেপশন উপলক্ষে সেজে উঠেছিল রাজের আরবানার ফ্ল্যাট।
রিসেপশনে সব্যসাচীর ডিজাইন করা ডার্ক বেজ রঙের জমকালো লেহেঙ্গায় সেজেছিলেন শুভশ্রী।
রাজের পরনে ছিল সুরভি পানসারির ডিজাইন করা শেরওয়ানি।
রিসেপশন পার্টিতে নিজেদের মধ্যে গল্প ও আড্ডায় মেতেছিলেন রাজ-শুভশ্রীর বাবা।
রিসেপশনে পার্টিতে পাপারাজ্জির জন্য পোজও দিলেন রাজ-শুভশ্রী।
রাজ-শুভশ্রীর রিসেপশন উপলক্ষে জমকালো সাজে সেজে উঠেছিল রাজের আরবানার ফ্ল্যাট।
অতিথিদের জন্য বসবার জায়গাটিও বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল।
আলোয় ঝলমল করছিল রিসেপশন পার্টি।
আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়াও ছিল আরবানার সাজগোজে।