রাজ-শুভশ্রীর অষ্টমঙ্গলার মেনুতে কী কী ছিল জানেন?
ছিল বিশেষ রাবরি মিহিদানা।
বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, মিহিদানা।
নানান রকম, নানান স্বাদের মিষ্টি।
ছিল নানান রকম আইসক্রিম।
ছিল নানান স্বাদের মকটেল।
ছিল শুভশ্রীর ভীষণ পছন্দের ফুচকা।
ভেটকি মাছের ফ্রাই।
মেনুতে ছিল গলদা চিংড়ির বিশেষ পদ।
মেনুতে ছিল মটনের তিনরকম পদ।
রাজ-শুভশ্রীর বিয়ের মেনুতে ছিল চিকেনের নানান পদ।
বাঙালি বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়া হবে না তা কি হয়! অষ্টমঙ্গলার দিন রাতেই ছিল রাজ-শুভশ্রীর বর্ধমানের রিসেপশন।রাতের রান্নার দায়িত্বে ছিল বর্ধমানের বিশেষ ক্যাটারিং সংস্থা।
রাজকীয় ভাবে বিয়ে, বৌভাতের পর শুভশ্রীর বর্ধমানের বাড়িতে রাজ-শুভশ্রীর অষ্টমঙ্গলাটাও নেহাত মন্দ হল না।