`আমার পৃথিবী`, রাজ-যুবানকে দেখে আপ্লুত শুভশ্রী
ছোট্ট যুবান বেড়ে উঠছে খুব তাড়াতাড়ি। অন্নপ্রাশনের আগে যুবানকে নিয়ে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী
ছোট্ট যুবানকে যাতে প্রত্যেকে ভালবাসায় ভরিয়ে দেন এবং আশীর্বাদ করেন, সেই প্রাথনাও জানান টলিউডের অন্যতম পরিচালক
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজ চক্রবর্তীকে দেখা যায় পরপর বেশ কয়েকটি ছবি শেয়ার করতে। যেখানে যুবানকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দেন তারকা জুটি
রাজ চক্রবর্তী এবং যুবানকে এক ফ্রেমে দেখে 'আমার পৃথিবী' বলে মন্তব্য করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
রাজের জন্মদিনের পর গোটা চক্রবর্তী পরিবার এবার মেতে উঠেছে যুবানের অন্নপ্রাশনের আয়োজনে
ছেলের অন্নপ্রাশনের আগে তাই প্রত্যেকের আশীর্বাদ এবং ভালবাসা চেয়ে ছবি শেয়ার করেন রাজ চক্রবর্তী
এদিকে সবে সবে ৪৬-এ পড়েন রাজ চক্রবর্তী। পরিচালকের জন্মদিনের পর তাঁর ছেলের অন্নপ্রাশনের আগে মেতে উঠেছে হালিশহরের বাড়ি