বিজয়া দশমীতে সিঁদুঁর রাঙা শুভশ্রী, দেখুন কিছু মুহূর্ত...
বিয়ের পর প্রথম পুজো মন্দ কাটলো না টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
সষ্ঠী থেকে দশমী পুরো পুজো আনন্দে মেতে ছিলেন এি নব দম্পতি।
পুজো মণ্ডপে ঠাকুর থেকে থেকে দশমীর সিঁদুর খেলা আনন্দে মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী।
শুভশ্রীর পুজোর সাজে মুগ্ধ রাজ।
মণ্ডপে ঢাক বাজাতেও দেখা যায় রাজ-শুভশ্রীকে।
হাতিবাগানের কুণ্ডু বাড়িতে সিঁদুর খেলায় মেতে ছিলেন শুভশ্রী।
দশমীতে প্রথমবার দেবীবরণ, নিয়মগুলি উপস্থিত অন্যান্যদের কাছে জেনে নিতে দেখা যায় শুভশ্রীকে।
বিসর্জনের শোভাযাত্রাতেও সামিল হন রাজ-শুভশ্রী।
দশমীর দিন পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে রাজ-শুভশ্রী।
শুভশ্রীর দেবীবরণ।
দশমীতে সিঁদুর রাঙা শুভশ্রী।
সিঁদুর খেলার পর রাজের সঙ্গে শুভশ্রী।