`ধরিয়া রাখিনু সোহাগে আদরে`, ফুলশয্যার কোলাজ তৈরি ‘রাম্পি’র ফ্যানদের

Mon, 09 Aug 2021-12:07 am,

নিজস্ব প্রতিবেদন: সকলের মনেই প্রশ্ন ছিল 'মিলন হবে কত দিনে', অবশেষে তাঁরা এক হলেন। কথা বলছি রাজা ও মাম্পিকে নিয়ে। 'দেশের মাটি' ধারাবাহিকের এই কাপল এখন  টেলি পাড়ার হট টপিক।

অনুরাগীরাও এখন সেলিব্রেশনের মুডে। কাছাকাছি এলেন রাজা মাম্পি ওরফে রাহুল ব্যানার্জি (Rahul Banerjee)-রুক্মা রায় (Rukma Roy)। 

পরিবারেও এখন জমজমাট সেলিব্রেশন। অনুরাগীরা অপেক্ষা করছিলেন রাজা মাম্পি কবে এক হবে? আবেগে ভাসছেন সকলে।

দিকে দিকে মুহূর্তের কোলাজ বানিয়ে তা ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যান ক্লাবের নাম গেঁথে দিচ্ছেন দুজনেই। 

একে অপরের হয়ে গেলেন রাজা ও মাম্পি। আর তাঁদের আলাদা করতে পারবে না কেউ। তাঁরা যেন একে অপরকে বলছেন 'ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে'।

ফুলশয্যার দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দর্শক। তাঁদের বাড়ির দুই সদস্য হয়ে উঠেছেন রাজা ও মাম্পি। 

'তোমার নয়ন পানে ধাইছে নয়ন, অধর মরিতে চায় তোমার অধরে, তৃষিত পরান আজি কাঁদিছে কাতরে, তোমার সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন'- রাজা মাম্পি এক হল। আবেগে ভাসলেন অনুরাগীরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link