বসপা ভাঙিয়েছিলেন গেহলট; এবার ফোনে আড়ি পেতেছেন, রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি মায়াবতীর

Sat, 18 Jul 2020-5:09 pm,

রাজস্থানে এক বিধায়কের ফোনে আড়িপাতার প্রসঙ্গ টেনে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী।

বসপা নেত্রীর দাবি, তাঁর দলের বিধায়কদের ঠকিয়ে সরকারের টেনেছিলেন অশোক গেহলট। ফের একই কাজ করেছেন তিনি।

রাজস্থানে সরকার এখন নড়বড়ে। এই অবস্থায় রাজ্যপাল কলরাজ মিশ্রের উচিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা।

মায়াবতী আরও বলেন, রাজ্যে নেতাদের ফোন ট্যাপিংয়ের মতো বেআইনি কাজ করা হচ্ছে। এই ধরনের কাজ একেবারেই অসাংবিধানিক।

উল্লেখ্য, সম্প্রতি একটি ফোনের কথোপোকথনের কথা তুলে কংগ্রেসের দাবি, রাজস্থানে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কীভাবে ওই দাবি? কংগ্রেসের দাবি, তাদের হাতে কংগ্রেস ভাওয়ার লাল শর্মার সঙ্গে বিজেপি নেতা সঞ্জয় সিংয়ের কথোপোকথনের একটি টেপ রয়েছে। সেখানে রাজ্যে সরকার ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এখন ওই টেপটাই বিজেপি-বসপার হাতিয়ার। দাবি, কীভাবে এরকম বেআইনি উপায় কারও কথাবার্তা টেপ করতে পারে সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link