স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত, রাজস্থান হাইকোর্টে সওয়াল সিংভির
সচিন পাইলট বনাম বিধানসভার স্পিকার, আইন লড়াই শুরু রাজস্থান হাইকোর্ট। রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর আইনজীবী অভিষেক মনু সিংভির সাফ সওয়াল, স্পিকারের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না আদালত।
দল বিরোধী কার্যকলাপের অভিযোগে, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেসের সভাপতি সচিন পাইলটকে বহিষ্কার করেছে রাজস্থান কংগ্রেস। পাশাপাশি, রাজ্য বিধানসভার স্পিকার সিপি যোশী সচিন পাইলট ও তাঁর ১৮ অনুগামী বিধায়ককের বিধায়ক পদ খারিজ কেন হবে না তা জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দরজায় কড়া নেড়েছে সচিন শিবির। তাঁদের পক্ষে সওয়াল করছেন হরিশ সালভে।
যে আইনের বলে স্পিকার সচিন ও তাঁর অনুগামীদের ওই নোটিস দিয়েছেন, সংবিধানের সেই ১০ নম্বর অনুচ্ছেদের ২(১)এ এর প্রয়োগকেই চ্যালেঞ্জ করেছে সচিন শিবির।
সচিন পাইলট শিবিরের বক্তব্য, দলের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করা বা দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাকে দল বিরোধী কার্যকলাপ বলা যায় না। ওই কাজের জন্য সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদের ২(১)এ প্রয়োগ করা যায় না। এনিয়েই শুনানি শুরু হয়েছে রাজস্থান হাইকোর্টে।
রাজ্যের স্পিকারের পক্ষে সওয়াল করতে উঠে আজ অভিষেক মনু সিংভি বলেন, স্পিকার ভুল বা ঠিক করতেই পারেন। তাঁর ভুল করারও অধিকার রয়েছে। শুধুমাত্র নোটিস দেওয়া হয়েছে। যতক্ষণ না স্পিকার বিধায়কপদ খারিজ করে না দেন ততক্ষণ আদালতে তা চ্যালেঞ্জ করা যায় না।
অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের একটি রায় তুলে ধরে বলেন, বিধায়কপদ খারিজ নিয়ে স্পিকারের কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত।
স্পিকারের তরফে সিংভি আরও বলেন, বিধানসভার স্পিকারের নির্দেশ গুটিকয় বিষয়ের ভিত্তিতে চ্যালেঞ্জ করা যায়। সেসব বিষয় সচিন পাইলট ও তাঁর অনুগামীদের আবেদনে নেই।