Sushant, Irrfan থেকে Divya, শেষ ছবি মুক্তির আগে চলে যেতে হয়েছে যে তারকাদের

Fri, 19 Feb 2021-8:22 pm,

গত ৯ ফেব্রুয়ারি মৃত্যু হয় রাজীব কাপুরের। রাজ কাপুরের ছোট ছেলেকে দেখা যাবে আশুতোষ গোয়ারিকরের 'তুলসীদাস জুনিয়র' ছবিতে। 

২০২০-র ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। তাঁর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনুরাগীরা। সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পায় ২০২০-র নভেম্বরে।

২০১৮-র ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানের 'জিরো' ছবিতে। যেটি মুক্তি পেয়ছিল ২০১৮-র ২১ ডিসেম্বর।  

২০২০-র ২৯ এপ্রিল লকডাউনের মধ্যে মৃত্যু হয় ইরফান খানের। তাঁর শেষ ছবি 'দ্যা সং অফ স্করপিয়ন'-র মুক্তি পাওয়ার কথা এবছর (২০২১)এ। 

২০১৭র ৬ জানুয়ারি মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতা ওম পুরীর। ওই বছরই ২৫ জুন মুক্তি পায় তাঁর শেষ ছবি 'টিউবলাইট'। 

২০১২-র ১৮ জুলাই মৃত্যু হয় বলিউড সুপারস্টার রাজেশ খান্নার। তাঁর শেষ ছবি 'রিয়াসত' মুক্তি পায় ২০১৪ সালে। 

২০১১-র ১৪ অগস্ট মৃত্যু হয় আইকনিক তারকা শাম্মী কাপুরের। ইমতিয়াজ আলির 'রকস্টার' ছবিতে শেষবার দেখা যায় তাঁকে। যেটি মুক্তি পায় ওই বছরের ১১ নভেম্বর। 

১৯৯৩-র ৫ এপ্রিল আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর। তাঁর মৃত্যুর পর ওই বছরই মুক্তি পায় দিব্যা অভিনীত 'সতরঞ্জ' ছবিটি। যেটি সুপারহিট হয়। 

১৯৬৯-র ২৩ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান মধুবালা। ৫-র দশকে শ্যুট হওয়া তাঁর ছবি 'জওয়ালা' মুক্তি পায় তাঁর মৃত্যুর ২ বছর পর ১৯৭১এ।

 পুত্র প্রতীক বব্বরের জন্মের দুই সপ্তাহ পরে, ১৯৮৬-র ১৩ ডিসেম্বর মৃত্যু হয় আইকনিক তারকা, স্মিতা পাতিলের। ১৯৮৯ সালের ১৭ মার্চ মুক্তি পেয়েছিল তার শেষ ছবি 'গোলিয়োঁ কে বাদশা'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link