চুপিচুপি বিয়ে সারলেন রাজশ্রী জুটি, ঢাকঢোল পিটিয়ে হবে রিসেপশন
টলিউড সূত্রের খবর, আগামী ১১ মে নাকি রিসেপশনের আয়োজন করতে চলেছেন রাজশ্রী জুটি। সেখানেই আমন্ত্রিত থাকবেন টলিপাড়া সহ মন্ত্রীসান্ত্রীরা।
শোনা যাচ্ছে, চুপিসাড়ে বিয়ে সারলেও একেবারে ঢাকঢোল পিটিয়েই বৌভাতের আয়োজন করতে চলেছেন নবদম্পতি।
অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও নব দম্পতিকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার দেব। রাজ-শুভশ্রীকে নতুন জীবনের অভিনন্দন বার্তা জানিয়েছেন মিমিও।
'রাজশ্রী' জুটির বিয়েতে উপস্থিত ছিলেন রাজের বাল্যবন্ধু রুদ্রনীল ঘোষ। 'ক্লোজড ডোর' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতাও।
রেজিস্ট্রির সঙ্গেই আংটি বদলও করেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বিলাসবহুল ক্লাব হাউস আরবানা-তে রেজিস্ট্রি সেরেছেন 'রাজশ্রী' জুটি।