চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের ওপরে হামলায় সর্বোচ্চ ৫ বছর জেল, কড়া বিল পাস রাজ্যসভায়

Sat, 19 Sep 2020-3:52 pm,

করোনার মতো অতিমারীর সময়েও দেশের বিভিন্ন জায়গায় চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের ওপরে হামলা হয়েছে। এনিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। 

শনিবার রাজ্যসভায় পাস হল The Epidemic Diseases (Amendment) Bill 2020। এই আইন অনুযায়ী করোনার সময়ে যেসব চিকিত্সক বা স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাঁদের ওপরে হামলা হলে কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি পঞ্চাশ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

শনিবার রাজ্যসভায় বিলটি আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এটিকে গত এপ্রিল মাসেই অধ্যাদেশ হিসেবে জারি করেছিল কেন্দ্র। করোনা দেশ থেকে দূর হয়ে গেলেও এই ধরনের কোনও পরিস্থিতিতে এই আইন লাগু হবে দেশে।

কাদের সুরক্ষা দেবে এই আইন? আইন অনুযায়ী এর আওতায় থাকবেন চিকিত্সক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, কমিউনিটি হেলথ ওয়ার্কার ছাড়াও এই অতিমারী নিয়ন্ত্রণে যাঁরা যুক্ত।

এছাড়াও, কোনও ক্লিনিক, কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার, মোবাইল মেডিক্যাল ইউনিট ছাড়াও অন্যান্য যে সব ক্ষেত্রের সঙ্গে স্বাস্থ্যকর্মীরা সরাসরি যুক্ত সেসব ভাঙচুর হলেও এই আইনের আওতায় শাস্তি পেতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link