রবিবার ক`টা পর্যন্ত পরানো যাবে রাখি, কী বলছে পঞ্জিকা
রাত পোহালেই রাখি পূর্ণিমা। সুন্দর এই অনুষ্ঠানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন অনেকেই। ভাই - বোনের মিষ্টি সম্পর্কের প্রতীক হিসাবে গোটা দেশে পালিত হয় রাখি পূর্ণিমা। এই দিনে দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাঁর সুস্থ জীবন কামনা করেন বোন ও দিদিরা। পালটা উপহারও মেলে প্রচুর।
তবে শুধু ভাই-বোনের সম্পর্কের মধ্যেই আটকে নেই রাখি। বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়তে রাখি পূর্ণিমাকে হাতিয়ার করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ। নানা সম্প্রদায়কে রাখির সুতোয় বেঁধেছিলেন তিনি। সেই ধারা বজায় রেখেও রাখি পূর্ণিমা পালন করেন অনেকে।
সূর্য সিদ্ধান্ত মতে এবার রাখি পূর্ণিমা পড়েছে রবিবার ৯ ভাদ্র, ইংরাজি বছরের ২৬ অগাস্ট। পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন। সেই মতো এবার রবিবার বিকেল ৩.৫৯ মিনিট পর্যন্ত পূর্ণিমা ছাড়ছে। অর্থাত্ রবিবার সকাল থেকে এই সময় পর্যন্ত পরানো যাবে রাখি।
রাখি পূর্ণিমা উপলক্ষে শনিবার থেকেই প্রস্তুতি শুরু করেছেন অনেকে। অনেক বাড়িতেই থাকছে ভুরিভোজের দেদার আয়োজন।
শহর থেকে গ্রাম, সাবাইকে সম্প্রীতির এই অনুষ্ঠান রাখি বন্ধনের শুভেচ্ছা।