Rakhi Purnima: সাবধান! রাখি পূর্ণিমায় এই কাজগুলি কোনও ভাবেই করবেন না...
তবে যেদিনই রাখি পালন করুন কোনও ভাবেই এদিন এই কাজগুলি করবেন না: যেমন, ভাদ্রকালে বা গ্রহণের সময়ে রাখি পরাবেন না। এটা অত্যন্ত অশুভ মনে করা হয়।
এমন রাখি কিনতেই চেষ্টা করবেন যাতে ওঁ বা স্বস্তিক চিহ্ন আছে। এগুলি পবিত্র চিহ্ন। অশুভ কিছু চিহ্ন যেন না থাকে। এবং রাখি সর্বদা ডান হাতে পরাবেন।
এদিন কেউই অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকবেন না। ঘর পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। স্নান সেরে কাচা জামা-কাপড় পরেই রাখি পরানো এবং পরা উচিত।
যিনি রাখি পরবেন তিনি যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসেন। ভুলেও যেন দক্ষিণ দিকে মুখ না করেন।
রাখি পরানোর আগে বা পরানোর সময়ে অবশ্যই ঈশ্বরের কাছে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করবেন।
কেন এ বছর রাখি পূর্ণিমা নিয়ে ধন্দ তৈরি হয়েছে? আসলে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই উৎসব বরাবর পালিত হয়। তবে এ বছর শ্রাবণ মাসে রাখি পড়েনি। এটা ভাদ্র চলছে। তাই রাখি নিয়ে একটু বিভ্রান্তি তৈরি রয়েছে। পঞ্জিকামতে, এ বছর রাখি বাঁধার শুভ সময় ৩০ অগস্ট সকাল ৯টা থেকে বেলা ১টা। আবার ৩১ অগস্ট সূর্যোদয় থেকে সকাল ০৭.০৫ মিনিট পর্যন্ত।