শাহরুখের সঙ্গে ভিডিয়ো কলে কথা? ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে রাখি
বলিউডের 'বিতর্কের রানি' বলে পরিচিত রাখি সাওয়ান্ত, সবসময় কোনও না কোনওভাবে আলোচনায় থাকতে চান। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ তিনি। সম্প্রতি রাখি একটি নতুন কাণ্ড ঘটিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শাহরুখ খানের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলায় একটি স্ক্রিন শট পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত। যেটি পোস্ট করে রাখির দাবি, ''করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার জন্য শাহরুখ খানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ঈশ্বর তাঁর ভালো করবেন। আর রাখির তরফেও তাঁর জন্য ভালোবাসা রইল।''
শাহরুখ খানের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলার যে স্ক্রিন শট রাখি পোস্ট করেছেন, সেটি নকল বলে তোপ দেগেছেন নেটিজেনরা। রাখির কাণ্ডকারখানায় বেজায় বিরক্ত নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ''এভাবে ফটোশপ করে ট্রাম্পের সঙ্গেও আমি কথা বলতে পারবো।'' কেউ বলেছেন, ''খুব ভালো এডিটিং। ''
কেউ আবার রাখিকে কটাক্ষ করে লিখেছেন, টিকটক-এ এফেক্ট দিয়ে স্ক্রিন শট নিয়ে পোস্ট করেছেন রাখি।
কেউ আবার দাবি করেছেন, ''ফটোশপ করে এসব করা হয়েছে।'' কেউ লিখেছেন, ''একটা ছবির উপর আরেকটা ছবি এভাবে যে কেউ লাগাতে পারবে।''
কেউ আবার রাখিকে কটাক্ষ করে লিখেছেন, ''দিদি একটি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার এসব বন্ধ করুন।'' আবার কেউ লিখেছেন, ''ফটোশপের উপর রাখির দক্ষতার প্রশংসা করতে হয়। ''