Rakhi Sawant| Adil Khan Durrani: `এটাই প্রথম বিয়ে`, রাখিকে মিথ্যেবাদী তকমা দিয়ে ফের নিকাহ আদিলের...
![আদিলের বিয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/08/463647-429577173180004417195883554820670734987349718n.jpg?im=FitAndFill=(500,286))
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি।
![আদিলের বিয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/08/463646-429560767180004417105883554863189510844847356n.jpg?im=FitAndFill=(500,286))
সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করে বিয়ের জানান দেন রাখির প্রাক্তন।
![আদিলের বিয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/08/463645-429566080180004417435883558457192244136444372n.jpg?im=FitAndFill=(500,286))
শোনা গিয়েছিল, শুধু আংটি বদল করেছেন তাঁরা।
তবে সমাজমাধ্যমে আদিল জানান যে তাঁরা সমস্ত রীতিনীতি মেনেই নিকাহ করেছেন।
আদিল লেখেন যে, 'স্বামী স্ত্রী হিসাবে আমরা নতুন জার্নি শুরু করলাম। আমাদের আশীর্বাদ করবেন'।
পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বেঙ্গালুরুতে বিয়ে করলেন তাঁরা।
এক সাক্ষাত্কারে আদিল বলেন যে এটাই তাঁর প্রথম বিয়ে।
সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি রাখির সঙ্গে বিয়েটা পুরোটাই মিথ্যে?
আদিল বরাবরই দাবি করে এসেছেন যে তাঁর সঙ্গে রাখির নিকাহ পুরোটাই রাখির সাজানো।
এবার রাখিকে মিথ্যেবাদী তকমা দিলেন প্রাক্তন আদিল।