Rakhi-র মায়ের চিকিৎসার ভার Salman-র, `ভাইজানের` সাহায্যের পর পার্টি অভিনেত্রীর?
বিগ বসের বন্ধুদের সঙ্গে পার্টি করলেন রাখি সাওয়ান্ত। যেখানে নিকি তাম্বোলি, বিন্দু দারা সিং, সোনালী পোঘাটদের দেখা যায়
রাখি সাওয়ান্তের ওই পার্টিতে দেখা যায় রাহুল মহাজন, জান কুমার শানুকেও। তবে অভিনব শুক্ল, রুবিনা দিলায়েকদের দেখা যায়নি রাখির পার্টিতে। প্রসঙ্গত বসের ঘরে থাকাকালীন অভিনব শুক্ল এবং রুবিনার সঙ্গে বন্ধুত্ব হয় রাখির। এমনকী অভিনবকে ভালবাসেন বলে দাবি করে রাখি। যা নিয়ে রুবিনার সঙ্গে জোরদার বিতর্ক শুরু হয় টেলিভিশনের ড্রামা কুইনের
বিগ বসের ঘর থেকে বেরনোর পর রাখি সাওয়ান্তের ওই পার্টির ছবি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক আক্রমণের মুখে পড়তে হয় অভিনেত্রীকে
রাখি সাওয়ান্তের মা যখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন, সেই সময় অভিনেত্রী কীভাবে বন্ধুদের সঙ্গে পার্টি করছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। ধারদেনা জর্জরিত রাখি মায়ের চিকিৎসা করাতে পারছেন না ঠিকভাবে। এই খবর জানার পরই সলমন খান এবং সোহেল খান সাহায্যের হাত বাড়িয়ে দেন
সোশ্যাল মিডিয়ায় একের পর এক আক্রমণের মুখে পড়েও রাখি সাওয়ান্ত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি