Maha Kumbh | Girl Becomes Sadhvi: জীবিত, তবুও এ মহাকুম্ভে আদরের কন্যার `পিণ্ডদান করবেন` মা-বাবাই! কেন?

Soumitra Sen Fri, 10 Jan 2025-5:24 pm,

প্রসঙ্গত, এবার পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। পৌষ পূর্ণিমা পড়ছে ওই দিনেই, মানে, ১৩ জানুয়ারিই। মেলা শেষ ২৬ ফেব্রুয়ারি, ওই দিন শিবরাত্রি। মকর সংক্রান্তির প্রথম শাহি স্নানের তারিখ ১৪ জানুয়ারি। এবারে স্নানের তারিখ মোট ছ'টি-- ১৩ ১৪ ও ২৬ জানুয়ারি ছাড়াও রয়েছে ২৯ জানুয়ারি-- মৌনী অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি-- বসন্ত পঞ্চমী, ১২ ফেরব্রিয়ারি-- মাঘী পূর্ণিমা।

এহেন বিরাট ধর্মীয় যজ্ঞ স্নান-দান-ধ্যান ইত্যাদি শুরুর আগেই মিলল এই আশ্চর্য মেয়েটির খোঁজ। নাম রাখি সিং। বাস উত্তর প্রদেশের আগ্রায়। বয়স মাত্র তেরো।

সংসারত্যাগ করবে রাখি। সাধারণ জীবনযাপন থেকে রাখির এই সরে আসার সিদ্ধান্তে সায় দিয়েছেন তার বাবা-মা'ও! ধন্য বটে তাঁরা! রাখির বাবা-মা বলছেন, হয়তো এমনই ইচ্ছা ভগবানের! 

তাই অচিরেই রাখি সংসারত্যাগ করে পুরোপুরি ধর্মীয় জীবন বেছে নেবে! আর তার এই মহা-যাত্রার সাক্ষী থাকছে মহাকুম্ভের পুণ্যক্ষেত্রই। কম বড় কথা নয়!

জুনা আখড়ার তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, হ্যাঁ, রাখিকে এই আশ্রমে নেওয়া হয়েছে। তার বাবা-মা নির্দ্বিধায় তাকে আশ্রমে দিয়ে দিয়েছেন!  

প্রসঙ্গত, বছরখানেক আগেই মোহন্ত কুশল গিরির কাছে দীক্ষিত হয়েছিল রাখি। সেই সূত্রেই কুম্ভে আসে তার পরিবার। কিন্তু এখানে এসে জীবন সম্বন্ধে মনোভাবে পরিবর্তন ঘটে রাখির। রাখি পুরোপুরি ধর্মীয়পথে যেতে চায়। এবার এরই প্রাথমিক ধাপ হিসেবে হবে তার পিণ্ডদান। সঙ্গে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও। হবে আগামী ১৯ জানুয়ারি। এরপরই রাখি তার গুরুর পরিবারের একজন হিসেবে স্বীকৃতি পাবে! পিছনে পড়ে থাকবে তার পুরনো জীবন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link