উচ্ছন্নে করোনা বিধি, বিশাল পুলিস বাহিনীর বাধায় শুরু হওয়ার আগেই শেষ অর্জুনের মিছিল
সৌমেন ভট্টাচার্য: চা-চক্র হোক বা মিছিল, বিজেপি করলেই বানচাল করে দিচ্ছে পুলিস। রবিবার সকালে নিমতায় গিয়ে এমনই অভিযোগ করলেন বিজপি সাংসদ অর্জুন সিং। গত রবিবার নিমতায় বিজেপি একটি চা-চক্রের আয়োজন করেছিল। কিন্তু অভিযোগ, বিজেপি সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়।
তারপর আজ ফের দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত অর্জুনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে বিজেপি। কিন্তু তার আগেই পৌঁছে যায় বিরাট পুলিস বাহিনী। অর্জুন সিংদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
ওই মিছিলে কমপক্ষে হাজার দুয়েক কর্মী-সমর্থক হাজির হয়েছিল। অনেকের মুখেই ছিল না মাস্ক। বালাই নেই সামাজিক দূরত্বের। পুলিস এই মিছিলে বাধা সৃষ্টি করলে, শুরু হয় প্রবল ধস্তাধস্তি। বেশ কয়েক জন আহত হয় বলে অভিযোগ।
এ দিন বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, তাদের কোনও কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। বানচাল করে দেওয়া হচ্ছে চা-চক্র অনুষ্ঠান। আক্রমণ চালানো হচ্ছে বিভিন্ন কর্মীদের উপর। অর্জুন সিংয়ের তোপ, এভাবে বিজেপিকে রোখা যাবে না। একুশে এর জবাব দেবে রাজ্যের মানুষ।
উল্লেখ্য, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪ পর্ব। আরও বেশ কিছু ক্ষেত্র ছাড় মিলছে বলে খবর। মেট্রো, থিয়েটার, সিনেমা হল-সহ একাধিক ক্ষেত্রে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানা যাচ্ছে। কোথাও একশো বা ততোধিক জমায়েতের ক্ষেতে শর্তসাপেক্ষ ছাড় রয়েছে। তা-ও সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে। কিন্তু রবিবারের হাজার দুয়েকের এই জমায়েত নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরে নিমতা থানায় গিয়ে ডেপুটেশন দেয় বিজেপি।