Swachh Sujal Shakti Samman: নদিয়ায় জল সংরক্ষণ সচেতনতায় মশাল মিছিল, মানববন্ধন
অনুপ দাস ও সোমা মাইতি: বসন্তের গোধূলি বেলায় মশাল জ্বালানো হল নদিয়ার মাজদিয়ায়। সঙ্গে মানবন্ধনও! বার্তা, জলই জীবন। সচেতনতা প্রসারে মশাল হাতে মিছিলে হাঁটলেন মহিলারা।
রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে প্রথম স্থানে নদিয়া। পানীয় জল, রান্নার দল এখন পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে। মহিলারা যেমন উপকৃত হয়েছেন, তেমনি কমেছে জলবাহিত বিভিন্ন রোগের প্রকোপও।
নদিয়া জল জীবন মিশনের কাজ পরিদর্শন করতে এসে দরাজ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় দল। ডিসেম্বরের মধ্যেই জেলায় নলবাহিত বিশুদ্ধ জল পৌঁছে যাবে ১২ লক্ষ ৪৫ হাজার বাড়িতে।
কীভাবে? নদিয়ায় জল-জীবন মিশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারাই। স্রেফ আশাকর্মী, পঞ্চায়েত প্রধান বা সদস্যরা নন, এই কাজে এগিয়ে এসেছে স্কুলের ছাত্রীরাও।
আগামী বৃহস্পতিবার, আন্তর্জাতিক নারীদিবস। নদিয়ার মাজদিয়া পঞ্চায়েত এলাকার জল সংরক্ষণের অঙ্গীকার করলেন মহিলারা।
গ্রামে জল বাঁচাও কমিটি গড়েছেন মহিলারা। জল সংরক্ষণে সচেতনতার প্রসার তো বটেই, পাইপলাইন রক্ষণাবেক্ষণে নজরদারি চালান কমিটির সদস্যরা।
এই কাজের স্বীকৃতিতে ৯ মহিলাকে দেওয়া হল স্বচ্ছ সজল শক্তি সম্মান, ২০২৩। সঙ্গে মশাল মিছিল, মানববন্ধন। লক্ষ্য, এ বছরেরই মধ্যে নদিয়াকে সজল জেলা ঘোষণা।