রাম মন্দির নির্মাণের কাজ শুরু, ভক্তদের কাছে বিশেষ আবেদন রাখল ট্রাস্ট

Wed, 12 Aug 2020-6:42 pm,

সমস্ত বাধা-বিঘ্ন শেষ পর্যন্ত রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে বুধবার টুইট করে জানানো হয়েছে একথা। 

ট্রাস্টের পক্ষ থেকে এদিন একটি অ্যাকাউন্ট নম্বর শেয়ার করা হয়েছে। ভক্তরা চাইলে সেখানে রাম মন্দির নির্মাণের জন্য সাধ্যমতো অনুদান দিতে পারবেন। 

श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र के बैंक खातों की जानकारी तथा दान करने की प्रक्रिया का विवरण निम्नानुसार है। Details of the bank accounts of Shri Ram Janmbhoomi Teerth Kshetra and various ways of donation are mentioned below. जय श्री राम! Jai Shri Ram! pic.twitter.com/6MrVfKMft4

— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 12, 2020

ট্রাস্ট-এর পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, তাঁরা যেন মন্দির নির্মাণের জন্য সাধ্যমতো দান করেন। 

৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই সাফাইয়ের কাজ চলছিল। 

রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চপত রায় জানিয়েছেন, দেশ-বিদেশের বহু রামভক্ত মন্দির নির্মাণের জন্য দান করতে চান। তাঁদের সুবিধার জন্যই সমস্ত তথ্য দেওয়া হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link