Ram Navami in Ayodhya: আলোয় আলো! জেনে নিন, রামনবমী উপলক্ষে কীভাবে সেজে উঠছে রামমন্দির...

Soumitra Sen Tue, 16 Apr 2024-4:38 pm,

চৈত্র নবরাত্রির সঙ্গে রামনবমীর কী যোগাযোগ? এদিন রামের জন্মদিন বলে ধরা হয়।

অনেক ভক্তিমান হিন্দুই দেবী দুর্গার নানা অবতারের এই পুজোর নবরাত্রি তিথির শেষ দিনটি রামনবমী হিসেবে পালন করেন। 

তাঁরা মনে করেন, দশরথপুত্র শ্রীরামচন্দ্র, যাঁকে শ্রীবিষ্ণুর অংশজাত মনে করা হয়, তিনি নবরাত্রির শেষ দিনে, নবমীতে জন্মগ্রহণ করেছিলেন। 

সেই হিসেবে দিনটি রামনবমী বলে চিহ্নিত। সারা দেশে দিনটিতে রামচন্দ্রের পুজো হয়। 

এ বছর অযোধ্যার রামমন্দিরেও বিপুল আড়ম্বরে তা পালিত হবে।

সেই আভাসই কয়েকদিন ধরে মিলছে। 

আগামীকাল অযোধ্যায় মর্যাদাপুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামচন্দ্রের বালরূপ শ্রীরামলালার বিশেষ পুজোপাঠ সারাদিন ধরে চলবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link