অবশেষে প্রেসিডেন্সিতে দেখানো হল রাম কে নাম, দেখুন ছবি
অবশেষে প্রেসিডেন্সিতে দেখানো হল রাম কে নাম। তবু মসৃন হল না সিনেমা দেখানোর পরিকল্পনা। প্রথমে স্থির করা হয়েছিল পোর্টিকোতেই দেখানো হবে ছবিটি।
তবে ছাত্ররা সেখানে পৌঁছে দেখেন, বিদ্যুৎ সংযোগ নেই সেই জায়গায়। কাজেই স্থান পরিবর্তন করতে বাধ্য হন তাঁরা। অবশেষে বিশ্ববিদ্যালয়ের পিছনে ক্যান্টিনের পাশে একটি ঘরে প্রোজেক্টরে সিনেমা দেখানো শুরু হয়।
কিন্তু এ দিন কেন হঠাৎ করে নির্দিষ্ট একটা জায়গার বিদ্য়ুৎ সংযোগে সমস্যা হল। তা নিয়েই প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা। এই কারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দুষছেন তাঁরা। তাঁদের অভিযোগ, রাম পে নাম দেখানোয় বিঘ্ন ঘটাতেই এই কাজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যদিও এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পি ডব্লু ডি-কে জানানো হয়েছে। এর সঙ্গে সিনেমা দেখানোর কোনও যোগ নেই। কর্তৃপক্ষের এ বিষয়ে আরও জানিয়েছেন যে, তাঁরা জানতেনই না এ দিন সিনেমা দেখানো হবে।
আনন্দ পট্টবর্ধনের রাম কে নাম সিনেমা প্রদর্শনের অনুমতি পায়নি প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। কাজেই যাদবপুরের অনুকরণেই খোলা জায়গায় সিনেমা দেখানোর সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। গত মঙ্গলবার প্রেসিডেন্সিতে এই ছবি দেখানোর কথা ছিল। কিন্তু ছবি দেখানোর অনুমতি ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয় সপ্তাহের শুরুতেই।