হনুমানগ্রাহী মন্দিরে আরতি সেরে পারিজাতের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রায় ২৯ বছর পর অযোধ্যার মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ভূমিপুজোর সূচনা করতে পৌঁছে গেলেন তিনি। সাকেত কলোনির হেলিপ্যাড থেকে রাম মন্দিরে যাওয়ার আগে পরিকল্পনামাফিক হনুমানগ্রাহী মন্দিরে পুজো দিলেন তিনি।
তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গেই হনুমানগ্রাহী মন্দিরে পৌঁছন তিনি। সেখানে পুজো দেন তিনি, আরতি করেন।
এরপর হনুমানগ্রাহী মন্দিরের চত্বরে একটি পারিজাত গাছ রোপণ করেন তিনি।
এখান থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে তাঁর কনভয়।
বেলা ১২টা ৪৫ নাগাদ রাম মন্দিরে ভূমিপুজোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।