মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে নামবে মোদীর চপার, তৈরি হেলিপ্যাড, আরও প্রশস্ত রাস্তা
আগামী ৫ অগস্ট অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ দিল্লি থেকে বিমানে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
লখনউ বিমানবন্দরে সকাল ১০টা ৪০ নাগাদ অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। এরপর সেখান থেকে অযোধ্যায় হেলিকপ্টারে যাবেন তিনি।
বেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ অযোধ্যার সাকেত কলোনিতে অবতরণ করার কথা তাঁর হেলিকপ্টারের। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ করে বানানো হয়েছে এই হেলিপ্যাড। এখান থেকে মন্দির প্রায় ৩ কিলোমিটার রাস্তা।
হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তা চওড়া করা হয়েছে। রাস্তার দুই ধারে দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনির রঙিন ছবিতে। ছবি এঁকেছেন স্থানীয় আর্ট কলেজের পড়ুয়ারা।
সড়কপথে বেলা ১২টা নাগাদ রামজন্মভূমি পৌঁছবেন তিনি।