Rampurhat Arson: ভাদু শেখ খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, অনুব্রত গড়ে কে এই `দাবাং নেতা`?

Tue, 22 Mar 2022-6:49 pm,

নিজস্ব প্রতিবেদন : ভাদু শেখ খুনে অগ্নিগর্ভ রামপুরহাট। তোলপাড় রাজ্য-রাজনীতি। এখন কে এই ভাদু শেখ, যাঁর মৃত্যুর পর ৮ জনের মৃত্যু? কেনই বা এমন নৃশংস, ভয়াবহ কাণ্ড? উঠে আসছে দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদের তত্ত্ব।

উপপ্রধান ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামের পশ্চিমপাড়ায়। প্রভাবশালী নেতা হওয়ায় এলাকার রাশ ছিল তাঁর দখলে। তাঁর ডানহাত তথা অন্যতম অনুগামী ছিল লালন শেখ। পশ্চিমপাড়ার আরও অনেকেই ছিলেন ভাদুর অনুগামী। কিন্তু এলাকার দখল ভাদুর হাতে থাকলেও নিরুপদ্রব ছিল না। কারণ, একসময়ের ডানহাত ছোট লালন-ই হয়ে ওঠে ভাদু শেখের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা।

 

এক সময় ভাদুর অনুগামী ছিল ছোট লালন, সোনা শেখ, পলাশ শেখরা। গত বছর ভাদুর দাদা বাবর শেখ খুন হবার পর থেকে বিবাদ শুরু হয়। বাবরের খুনে অভিযোগ ওঠে ছোট লালনদের বিরুদ্ধে। তখন থেকেই ভাদুর বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে কাজ শুরু করে ছোট লালনরা। সেই বিবাদের জেরেই ভাদুকে খুন বলে অনুমান পুলিসের।

খুনের পরই পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে ভাদুর অনুগামীদের বিরুদ্ধে। ভাদু শেখের স্ত্রী কোবিলা বিবির অভিযোগ, ঘটনার দু’দিন আগেও ভাদুকে খুনের হুমকি দেওয়া হয়। কিন্তু কেন এই বিবাদ? উঠে আসছে, এলাকা নিয়ন্ত্রণের তত্ত্ব। 

এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? তা নিয়েই বিবাদ বলে স্থানীয় সূত্রে খবর। কার্যত আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছিল বগটুই পূর্ব ও পশ্চিমপাড়ার মধ্যে। এরপরই সোমবার রাত ৮টায় জাতীয় সড়কের পাশে বগটুই মোড়ে আততায়ীরা বোমা ছুঁড়ে খুন করে ভাদু শেখকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link