Rampurhat Arson: আঁটসাঁট নিরাপত্তা, তাও মনে আতঙ্ক; রামপুরহাট কাণ্ডের ১০ দিন পর ঘরে ফিরলেন মিহিলালরা
নিজস্ব প্রতিবেদন: ২১ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনার পর গ্রাম ছেড়েছিলেন। এরপর থেকে প্রাণ সংশয়ে কেটেছে প্রতিটা মুহূর্ত। তবে রাজ্য সরকারের আশ্বাস পেয়ে অবশেষে ঘরে ফিরছেন মিহিলাল শেখরা।
তবে এখনই বগটুই গ্রামে ফিরলেন না কেউই। পাশের গ্রাম কুমারড্ডায় থাকবেন তাঁরা। এক আত্মীয়ের বাড়িতে থাকবেন মিহিলাল শেখ।
বুধবার গ্রামে ফেরেন মিহিলাল শেখ, বানিরুল শেখ, মেখলাল-সহ ১১ জন।
তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই মতো বুধবার থেকে ঘরে ফেরাদের নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন।
বুধবার থেকে তাঁদের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৬ জন পুলিস অফিসার। এদিন নিজে এসে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন SDPO ধীমান মিত্র।
ঘরে ফিরলেও মিহিলাল শেখদের চোখে মুখে এখনও স্পষ্ট রয়েছে আতঙ্ক। ভয়ঙ্কর সেই রাতের কথা ভুলতে পারেননি কেউ। এতদিন বাতাসপুরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন মিহিলাল।